আপনি কি স্মার্ট টিভি (Smart TV) কিনতে ইচ্ছুক তবে একটু "দামে কম মানে ভালো" টিভির (Best smart TV) জন্য অপেক্ষা করছেন? তবে আজই অপেক্ষার অবসান করে ঘরে নিয়ে আসুন রেডমি স্মার্ট টিভি (Redmi smart TV)। আজ প্রখ্যাত অনলাইন শপিং পোর্টাল অ্যামাজনে (Amazon) এই শাওমি স্মার্ট টিভির উপর ১০০০০ টাকা ছাড় দিচ্ছে। রেডমির এই স্মার্ট টিভি ৩২ ইঞ্চির (redmi smart TV 32 inch)। আজকের সেলে (sale) এই টিভির বিশেষ দাম ১৪,৯৯৯ টাকা।
![]() |
| REDMI SMART TV 32 |
এবার জেনে নেওয়া যাক এই টিভির কিছু বিশেষ ফিচার:-
• রেডমি স্মার্ট টিভি ৩২ কিছু স্মার্ট ফিচার (features of redmi smart TV 32 inch) আছে। অন্যান্য স্মার্ট টিভির মতোই রেডমির এই স্মার্ট টিভিও YouTube, Disney + hotstar, Zee 5, Amazon prime, Netflix সহ আরো বেশ কিছু এপ্লিকেশন সাপোর্ট করে।
• রেডমি স্মার্ট টিভি ইন্টারনেট ও WiFi সাপোর্ট করে। এছাড়া এই টিভিতে দুটি USB পোর্ট ও HDMI এর পোর্ট আছে।
• এছাড়া এতে In-built ক্রোমকাস্ট সাপোর্ট আছে।
• একই সাথে রেডমির এই স্মার্ট টিভিতে Google assistant-এর ব্যবস্থাও আছে, অর্থাৎ যদি আপনি নিজের স্মার্ট টিভিতে (smart TV of redmi) কোনো মুভি দেখতে চান বা চ্যানেল বদলাতে চান তবে রিমোট ব্যবহারের বদলে আপনার কণ্ঠস্বরের মাধ্যমেই কাজ ছাড়তে পারবেন।
• শাওমি স্মার্ট টিভি Androidtv 11 সাপোর্ট করে।
• এছাড়াও এই স্মার্ট টিভিতে kids mode এর পাশাপাশি parental lock-এর বিশেষ ব্যবস্থা আছে এবং ৭৫ টির বেশি ফ্রি টিভি চ্যানেল সাপোর্ট করে।
রেডমির এই স্মার্ট টিভি ৩২ ইঞ্চি (redmi smart TV 32 inch) LED স্ক্রিন আছে MRP: ২৪,৯৯৯/- তবে সাধারণত এই টিভির দাম থাকে ১৬,৯৯৯/- তবে আজ অ্যামাজনে বিশেষ দাম ১৪,৯৯৯/-। অর্থাৎ এমআরপির থেকে মোট ১০ হাজার টাকা কম। ইনস্টলেশনের চার্জ আলাদা করে দিতে লাগবে না।
আরো ডিটেলস জানতে বা রেডমির এই স্মার্ট টিভিটি কিনতে আপনি নিজের লিঙ্কে ক্লিক করতে পারেন।।
